বামেদের ব্রিগেডে থাকবেন আব্বাস

বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও কংগ্রেসের সঙ্গে রফা চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আব্বাস।

February 26, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত। ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সভায় থাকছেন পিরজাদা আব্বাস সিদ্দিকি। ব্রিগেড সমাবেশে থাকবেন বলে নিজেই জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) প্রধান পৃষ্ঠপোষক। তাঁর দলের প্রতিটি কর্মীকে এই সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। ব্রিগেড সমাবেশের বক্তা তালিকাতেও তাঁর নাম থাকছে বলে জানান তিনি। যা রীতিমতো চমকপ্রদ বিষয় হতে চলেছে। তবে বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও কংগ্রেসের সঙ্গে রফা চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আব্বাস।

সূত্রের খবর, বামেদের সঙ্গে ৩০ আসনে রফা হয়েছে আব্বাসের (Abbas Siddiqui)। এর মধ্যে ফরওয়ার্ড ব্লক চারটি আসন, সিপিআই এবং আরএসপি দু’টি করে আসন ছাড়বে। বাকি আসনগুলি ছাড়বে সিপিএম। তবে বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও কংগ্রেসের (Congress) সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রফা এখনও চূড়ান্ত হয়নি। শুক্রবার ফুরফুরা শরিফে এক সাংবাদিক বৈঠকে ভাইজান জানান, বামেদের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে। কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চলছে। বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে গতকাল বৃহস্পতিবার কংগ্রেসকে তিনি একটি চিঠি লিখেছেন বলে জানান। তিনি আশাবাদী সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ঐক্যবদ্ধভাবে জোট লড়বে। কংগ্রেস এবং আইএসএফের মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েক দফার বৈঠক হলেও চূড়ান্ত সমঝোতা হয়নি। মূলত অধীর চৌধুরীর আপত্তিতেই তা সম্পূর্ণ করা যায়নি বলেই সূত্রের দাবি।

যদিও হাইকমান্ডের চাপে জোট ইস্যুতে খানিকটা নরম হয়েছে বিধান ভবন। জোট জট মেটাতেই শহরে আসছেন অধীর চৌধুরী। আগামিকাল তিন জোট শরিকের মধ্যে দফায় দফায় বৈঠক হবে। প্রথমে বাম এবং কংগ্রেস দ্বিপাক্ষিক বৈঠক হবে। পরে তিন শরিক বসবে এক টেবিলে। এর মাঝে আইএসএফ নেতারা কংগ্রেস নেতাদের সঙ্গে আলাদা করে কথাও বলতে পারেন। সব মিলিয়ে রবিবারের আগেই জোটের ছবিটা স্পষ্ট করে নিতে চায় সব শিবিরই। যাতে ২৮ তারিখ ব্রিগেডে ঐক্যের ছবি তুলে ধরা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen