বেনোলিমের জনসভা থেকে গোয়ার বিজেপি সরকারকে উৎখাতের ডাক অভিষেকের
বাংলার বাইরের রাজনীতিতে পা রাখার পর থেকেই তৃণমূলের বার্তা, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র ঘাসফুল শিবিরই।

বেনোলিমের জনসভা থেকে গোয়ার বিজেপি সরকারকে উৎখাতে ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee)। বাংলায় তৃণমূলের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সমালোচনা করলেন কংগ্রেসেরও। স্পষ্ট করে দিলেন, বিজেপির বিরুদ্ধে লড়তে হলে তৃণমূলই আদর্শ মঞ্চ। কারণ কোনও ভয়ের কাছে তারা মাথা নত করে না।
বাংলার বাইরের রাজনীতিতে পা রাখার পর থেকেই তৃণমূলের বার্তা, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র ঘাসফুল শিবিরই। এদিনও সেই বার্তাই তুলে ধরলেন অভিষেক। বললেন, “বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে। কিন্তু এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। তৃণমূল বিজেপির সামনে মাথা নত করবে না।” গোয়াবাসীর উদ্দেশে তাঁর বার্তা, “বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইলে আমাদের সঙ্গে আসুন। আমরই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পথ।”
এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। বলেন, “দিল্লি, গুজরাট থেকে গোয়া চালানো হচ্ছে। দুর্নীতি হচ্ছে রাজ্যে। এবার গোয়ার মানুষ রাজ্য চালাবে।” ২০২২ সালে গোয়ায় তৃণমূলের সরকার গড়ার বিষয় আত্মবিশ্বাসী অভিষেক।