দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা হয়ে গেল, শ্বেতপত্র কই? BJP-কে প্রশ্ন অভিষেকের
২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষের আবাস যোজনার একটি টাকাও দেয়নি কেন্দ্র।
March 28, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভাতে চিঠি দেখিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষের আবাস যোজনার একটি টাকাও দেয়নি কেন্দ্র।
আবাস যোজনা এবং একশ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপিকে (BJP)। কিন্তু তা নিয়ে গেরুয়া শিবির কোনও হেলদোল না দেখানোয় ফের সেই প্রসঙ্গ তুলে বিজেপি তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “প্রায় দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা হয়ে গেল। কিন্তু বিজেপি এখনও আবাস এবং ১০০ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশে আমার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে এল না।”