অভিষেকের মেগা বৈঠক: BJP বিরোধিতায় কী বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি?

বিজেপি নেতাদের দেখলেই এবার থেকে ‘জয় বাংলা’ বলার নির্দেশ দিয়েছেন অভিষেক। শোনা যাচ্ছে, নির্বাচন কমিশন, বিএলও-দের ভূমিকা নিয়েও তিনি সন্দিহান।

August 5, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৬: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। অন্যদিকে, SIR নিয়ে জল্পনা চলছে। চলতি মাসেই SIR শুরু হতে পারে রাজ্যগুলিতে। নানান রাজ্যে বাঙালিদের উপর হেনস্থা চলছে, বাংলার একাধিক নাগরিককে এনআরসির নোটিস পাঠাচ্ছে বিজেপিশাসিত অসম সরকার। এই আবহে দলের সাংসদ, বিধায়ক, জেলাস্তরের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় নয় হাজার দলীয় নেতৃত্ব এদিন এই বৈঠকে যোগ দেন। সেখানেই কার্যত বিজেপি বিরোধিতার সুর বেঁধে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “আমরা তো পেরেছি লোকসভা নির্বাচনে বিজেপিকে ১৮ থেকে ১২ তে নামাতে। তাহলে এবার বিধানসভায় কেন ৭৭ থেকে ৪০-র নিচে নামিয়ে আনতে পারব না? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল ইঞ্জিন সরকার অনেক শক্তিশালী।”

সূত্রের খবর, দলের নেতাদের তিনি নির্দেশ দেন, বিজেপি নেতাদের দেখলে জয় বাংলা বলুন। ২৬-এর আগে দলীয় ঐক্য বজায় রাখতে সর্বস্তরের নেতাদের সতর্ক করে তিনি বললেন, “আমি-তুমির রাজনীতি চলবে না। সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই চলবে।” বিজেপি নেতাদের দেখলেই এবার থেকে ‘জয় বাংলা’ বলার নির্দেশ দিয়েছেন অভিষেক। শোনা যাচ্ছে, নির্বাচন কমিশন, বিএলও-দের ভূমিকা নিয়েও তিনি সন্দিহান। রাজ্যের প্রতিটি বুথে ছোট ছোট সভা করে মানুষের কাছে পৌঁছনর বার্তাও দিয়েছে তিনি।

সূত্রের খবর, বিজেপি শাসিত কেন্দ্র বাংলার পাওনা টাকা আটকে রেখে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারও নিজেদের টাকায় মানুষের জন্য উন্নয়নের কাজ করছে। কেন্দ্র সরকার বাংলার পাওনা ১ লক্ষ ৭৫ হাজার কোটি হাজার টাকা এখনও আটকে রেখেছে। তারপর রাজ্যের উন্নয়ন। বাংলার সরকার মানুষের উন্নয়নের জন্য নিজেদের অর্থে কাজ করছে। সে বার্তাও দিয়েছেন তিনি। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নতুন এই প্রকল্প মানুষের উন্নয়নের জন্য ঐতিহাসিক পদক্ষেপ বলেও উল্লেখ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

SIR ইস্যু সহ বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণের বিরুদ্ধেও প্রচার ও গর্জে উঠতে নির্দেশ দিয়েছেন অভিষেক। জানা যাচ্ছে, আগামী বছর বিধানসভা নির্বাচনকে মাথায় মানুষের কাছে পৌঁছতে বার্তা দিয়েছেন অভিষেক। SIR প্রসঙ্গে দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, “বিজেপি নেতারা বলছে ১ কোটি নাম বাদ যাবে। আমি বলছি ১ জনের বাদ দিয়ে দেখাক। তারপর কত বড় বিজেপি নেতা আছে, বাংলায় পা দিয়ে দেখাক। এটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।” SIR, NRC ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে হবে বলে অভিষেক নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের। বিশেষ করে উত্তরবঙ্গের নেতৃত্বকে এই বিষয়ে তিনি নজর দিতে বলেছেন। জানা যাচ্ছে, তিনি বলেছেন, “কে নাগরিক, সেটা ঠিক করবে বিজেপি? আমাদের সরকার দিচ্ছে, বিজেপি কেড়ে নিচ্ছে। অঞ্চল সভাপতিরা ৩০-৪০ জন করে লোক নিয়ে সভা করুন। মানুষকে বোঝান। বুথে বুথে সভা করুন। বিজেপিকে জবাব দিতে হবে।” বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষকে আরও বেশি করে একজোট করার নিদান এদিন বৈঠকে বলেছেন অভিষেক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen