শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন অভিষেক
বিজেপিতে যোগদানের পর থেকেই বিভিন্ন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে সম্মোধন করতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে।

বারবার তোলাবাজ বলে আক্রমণ। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আইনি নোটিশ পাঠালেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


বিজেপিতে যোগদানের পর থেকেই বিভিন্ন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে সম্মোধন করতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এর আগেও চ্যালেঞ্জ করে বলেছিলেন সাহস থাকলে যেন তাঁর নাম নিয়ে বলা হয়। তিনি আরো বলেছিলেন, ‘আমার নামে কোন বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ থাকলে তারা আইনি সাহায্য নিক। ‘
কিন্তু এর পরেও নাম না করে বিজেপি এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আক্রমণের রাজনীতি না থামায় শুভেন্দুর বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।