বাবুলকে আইনি নোটিস অভিষেকের

৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ।

January 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) আইনি নোটিস পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দুর্নীতির অভিযোগে অভিষেককে গত ৩১ ডিসেম্বর এক সভা থেকে আক্রমণ করেন বাবুল। সেখানে ভাইপো বলে অভিষেককে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। জবাবে পাল্টা আইনি নোটিস পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এর আগেও বাবুলের মন্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। আদালত অবমাননার অভিযোগে এবার বাবুলকে আইনি নোটিস পাঠালেন সাংসদ। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ।

বিভিন্ন প্রসঙ্গে বারবার বিজেপি নেতারা সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেউ তুলেছেন কয়লা পাচারের অভিযোগ, কেউ আবার আমফানের (Amphan) দুর্নীতিতেও নাম জড়িয়েছেন তাঁর। সরাসরি আক্রমণ না করে ‘ভাইপো’ বলে লাগাতার কটাক্ষ করা হয়েছে তাঁকে। এরপর ডায়মন্ড হারবারের সভা থেকে বিরোধী বিজেপি নেতাদের সতর্ক করার পাশপাশি অভিষেক বলেছিলেন ক্ষমতা থাকলে ‘ভাইপো’র নাম বলতে। সেদিনই আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরপর অনেকেই রাখ-ঢাক না করে সরাসরি আক্রমণ করেছেন অভিষেককে। বাবুল সুপ্রিয় বলেছিলেন, “আমি নাম করেই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। কয়লাপাচার-সহ একাধিক বেআইনি কাজে ওনার যোগ রয়েছে। উনি তোলাবাজ।” লাগাতার দুর্নীতির অভিযোগ ও ‘ভাইপো’ কটাক্ষের জেরেই এদিন বাবুলকে আইনি নোটিস পাঠালেন অভিষেক। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen