রাজীব ব্যানার্জির বেসুরো পোস্ট নিয়ে বিজেপিকে কটাক্ষ অভিষেকের

ভোটের ফলপ্রকাশের পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব রাখছিলেন রাজীব।

June 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেসুরো বেজেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁর ফেসবুক পোস্ট দেখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংবাদ মাধ্যমের কাছ থেকে শুনে তাঁর প্রতিক্রিয়া, বিজেপি আগে নিজেদের অন্তর্দ্বন্দ্ব ও অন্তর্কলহ মেটাক। 

ভোটের ফলপ্রকাশের পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব রাখছিলেন রাজীব (Rajib Banerjee)। এ দিন নেটমাধ্যমে পোস্টের পর দলের সঙ্গে তাঁর সংঘাত আরও স্পষ্ট হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন,”দেখুন কে কী ফেসবুক পোস্ট করেছেন, আমার জানা নেই। আমি দেখিনি। তবে যা আপনাদের থেকে শুনছি বিজেপিকে অনুরোধ করব, নিজেরা বসে আগে অন্তর্দ্বন্দ্ব ও অন্তর্কলহ মেটান। তার পর তৃণমূলের বিরুদ্ধে কথা বলবেন।”

এ দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজীব (Rajib Banerjee) লিখেছেন,”সমালোচনা তো অনেক হল… মানুষের বিপুল জমসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে, কোভিড ও ইয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen