‘মান থাকলে তো হানি করা যায়’, শুভেন্দুর মানহানির নোটিসের কড়া জবাব অভিষেকের

নারদাকাণ্ডে শুভেন্দুকে ঘুষ নিতে দেখা গিয়েছে। তদন্ত করছে ইডি ও সিবিআই। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে সারদা কর্তা সুদীপ্ত সেন একাধিক চিঠি লিখেছেন।

January 30, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুভেন্দুর নোটিসের ২৪ ঘণ্টার মধ্যেই কড়া জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Suvendu Adhikari)। শুভেন্দুর নোটিসের কড়া জবাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhshek Banejee) বলেছেন, ‘মানহানির নোটিস তিনিই পাঠাতে পারেন, যাঁর সামান্য সম্মান রয়েছে। আমি শুভেন্দু সম্পর্কে যা মন্তব্য করেছি, তা সম্পূর্ণ ঠিক।

নারদাকাণ্ডে শুভেন্দুকে ঘুষ নিতে দেখা গিয়েছে। তদন্ত করছে ইডি ও সিবিআই। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে সারদা কর্তা সুদীপ্ত সেন একাধিক চিঠি লিখেছেন। এর থেকে প্রমাণিত হয় শুভেন্দুর এমন কোনও মান নেই, যার হানি করা যায়। শুভেন্দু যদি এরপরেও আইনি পদক্ষেপ করেন, তাহলে আরও কড়া জবাব দেব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen