কর্মীদের লকডাউন বিধি মেনে চলার বার্তা অভিষেকের

বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তাতে আরও উত্তপ্ত হল পরিস্থিতি। শেষে ধৃতদের আদালতে পেশ করার বদলে ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নেওয়া হল।

May 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের গ্রেপ্তারির পর নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বেলা গড়াতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। ধস্তাধস্তি হয় কেন্দ্রীয় বাহিনী ও তৃণমূল সমর্থকদের মধ্যে। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তাতে আরও উত্তপ্ত হল পরিস্থিতি। শেষে ধৃতদের আদালতে পেশ করার বদলে ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নেওয়া হল।

সোমবার বেলা বাড়তেই নিজাম প্যালেসে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরেই বাইরে জড়ো হতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। ভিতরে তত ক্ষণে মমতাও বসে পড়েছেন চেয়ারে। এরপর সময় যত গড়াতে থাকে, ততই লোকের ভিড় বা়ড়তে থাকে নিজাম প্যালেসের সামনে।

এরই মধ্যে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) টুইট করে সকলকে শান্ত থাকার বার্তা দেন। তিনি লেখেন, আমি সকলকে আইন শৃঙ্খলা মেনে চলতে আবেদন জানাচ্ছি। লকডাউনের বিধিনিষেধ যাতে ভঙ্গ না হয়, বাংলার মানুষের বৃহত্তর স্বার্থে তা নিশ্চিত করতে হবে।

অভিষেক আরও লেখেন, বিচারব্যবস্থায় আমাদের পূর্ণ আস্থা আছে। এই লড়াই আইনিভাবে লড়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen