কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলতে আগামীকাল এবং পরশু রোড শো এবং পদযাত্রা অভিষেকের

বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের রোড শো গুলিতে জনজোয়ার দেখা দিয়েছিল।

December 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলতে পথে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীদের সমর্থনে বৃহস্পতি ও শুক্রবার রোড শো করবেন তিনি।

পদযাত্রার সূচি অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, উত্তর এবং মধ্য কলকাতার ২২ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে পোস্তা বাজার থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত রোড শো করবেন অভিষেক। শুক্রবার করবেন ঢাকুরিয়া অঞ্চলে পদযাত্রা।
দুটি পদযাত্রাতেই অভিষেকের সঙ্গে থাকছেন সেই এলাকার তৃণমূল প্রার্থীরা। পা মেলাবেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারাও।

বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের রোড শো গুলিতে জনজোয়ার দেখা দিয়েছিল। তাঁর কথা শোনার জন্য, তাঁকে দেখার জন্য রাস্তায় তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ত। এবার পুরভোটেও দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen