ভবানীপুরে মমতার হয়ে তিনদিন প্রচার করবেন অভিষেক

সূত্রের খবর, ওই দু’দিন তিনি মুখ্যমন্ত্রীর হয়ে প্রচার করবেন ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে।

September 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মুখ্যমন্ত্রীর হয়ে ভবানীপুরে তিন দিন প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল (TMC) সূত্রের খবর, ভবানীপুর (Bhabanipur) বিধানসভার উপনির্বাচনে আগামী ১৮ সেপ্টেম্বর একটি ঘরোয়া প্রচার সভায় অংশ নেবেন তিনি। পরে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ফের দুটি পৃথক ঘরোয়া সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে ভোট প্রচার করতে পারেন তিনি। এরই মধ্যে অবশ্য মুর্শিদাবাদ জেলার দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার চালাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২৩ তারিখ জঙ্গিপুর ও শমসেরগঞ্জে প্রচারসূচি রয়েছে তাঁর। তারপর কলকাতায় ফিরে এসে ফের ভবানীপুর উপনির্বাচনের প্রচারে অংশ নিতে পারেন তিনি।

১৮ তারিখ সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রেক্ষাগৃহে ভবানীপুর বিধানসভা এলাকার বাছাই করা ভোটারদের সঙ্গে মিলিত হবেন তিনি। তাঁদের সঙ্গেই নৈশভোজ সারার কথা অভিষেকের। ভবানীপুরের উপনির্বাচনে প্রচার শেষ হবে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায়। তাই প্রচারপর্ব শেষের আগেই তিনি ফের ২৫ ও ২৬ তারিখে প্রচার করবেন। যেহেতু এবারের ভোটে বড় জনসমাবেশ, মিছিল বা রোডশো করার অনুমতি নেই, তাই ওই দু’দিনও ঘরোয়া সভা করেই তাঁকে প্রচার করতে দেখা যাবে।

ভবানীপুর বিধানসভার বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি-র ভালো ভোট রয়েছে বলে অনেকের অনুমান । তাই সেই ভোটে ভাগ বসাতেই অভিষেক প্রচার করবেন বিজেপি-র দিকে ঝুঁকে থাকা ওয়ার্ডগুলিতেই। সূত্রের খবর, ওই দু’দিন তিনি মুখ্যমন্ত্রীর হয়ে প্রচার করবেন ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen