আটকে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার, প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের

January 6, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: আটকে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। আজ, মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে সভায় যাওয়ার পথে বাধা পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর হেলিকপ্টার ওড়ার অনুমতি দিল না DGCA । দীর্ঘক্ষণ ধরে বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্ষা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পৌনে একটা নাগাদ তাঁর রামপুরহাট নামার কথা ছিল। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে চক্রান্ত রয়েছে। বীরভূম যাত্রা আটকানোর চক্রান্ত করা হচ্ছে।

অভিষেক জানিয়েছেন, অনুমতি না-মিললে প্রয়োজনে সড়কপথে রামপুরহাটে পৌঁছবেন তিনি। তিনি বললেন, “রামপুরহাটে যাব। সোনালি বিবির সঙ্গে দেখাও করব।” সূত্রের খবর, আরও দেরি হলে প্রয়োজনে তারাপীঠে রাত কাটানোর বিষয়ে ভাবনা চিন্তা অভিষেকের। DGCA-র তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রথমে অনুমতি না দেওয়া হলেও, অবশেষ মিলল অনুমতি। দুপুর ২ বেজে ১০ মিনিটে উড়বে তৃণমূল সাংসদের হেলিকপ্টার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen