মহারাষ্ট্রের জেল ফেরত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে অভিষেক,অভিজ্ঞতা শুনে বিজেপিকে তীব্র কটাক্ষ

January 7, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে শুধুমাত্র মাতৃভাষায় কথা বলার অপরাধে জেলবন্দি হতে হয়েছিল তাঁদের। প্রায় এক বছর পর বাড়িতে ফেরা সেই দুই পরিযায়ী শ্রমিকের জীবনের ভয়ংকর অধ্যায়ের সাক্ষী হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গিয়ে অসিত সরকার ও গৌতম বর্মনের বাড়িতে উপস্থিত হন তিনি।

দু’জনের সঙ্গে প্রায় কুড়ি মিনিট কথা বলেন অভিষেক। জেলে কাটানো দুঃসহ দিনগুলোর অভিজ্ঞতা শুনে কার্যত শিউরে ওঠেন তিনি। অভিষেকের কথায়, কোনো রকম তদন্ত বা যাচাই ছাড়াই শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে জেলে পুরে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন তাঁরা।

পরিবারের দাবি, জেলবন্দি হওয়ার খবর পাওয়ার পর স্থানীয় বিজেপি নেতৃত্বের দ্বারস্থ হলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। অভিযোগ, মুক্তির বিনিময়ে দেড় লক্ষ টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপেই বাড়ি ফিরতে পারেন অসিত ও গৌতম।

এই প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, রাজনীতির নামে মানুষকে বিদেশি তকমা দেওয়া চলতে পারে না। তাঁর স্পষ্ট বার্তা, “কারও চোখের জল বিফলে যাবে না।”

বাড়িতে ফিরে কী খেয়েছেন, সব জিনিসপত্র নিয়ে ফিরতে পেরেছেন কি না—একেবারে পরিবারের সদস্যের মতো খোঁজ নেন অভিষেক। দুই পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। পাশে দাঁড়ানোয় আবেগে ভেঙে পড়ে শ্রমিকদের পরিবার। বিদায়ের সময় আবার দেখা করার প্রতিশ্রুতি দিয়ে যান অভিষেক, আশ্বাস দেন—এই লড়াইয়ে তাঁরা একা নন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen