ঠাকুরবাড়িতে নির্বিঘ্নেই পুজো দিলেন অভিষেক, তাল ঠুকতে পথ ধুলেন শান্তনু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০: এক বছর আগের বাধার জবাব দিয়ে নির্বিঘ্নেই ঠাকুরবাড়িতে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতে ঠাকুরবাড়ি চত্বরে ছিল চরম উত্তেজনা। তবে তাল ঠুকলেও অভিষেকের উপস্থিতিকালীন নিজের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কার্যত ‘শান্ত’ই থাকলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তবে তাল ঠুকতে অভিষেক বেরিয়ে যেতেই মন্দির চত্বর গোবর-জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন তিনি।
এদিন তাহেরপুরের সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব ও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ইস্যুতে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করেন অভিষেক। এরপরই ঠাকুরবাড়িতে গিয়ে বড়মার মন্দিরে পুজো দেন। মন্দির থেকে বেরিয়ে তিনি বলেন, “ঠাকুরবাড়ির দরজা সবার জন্য খোলা। আমরা জোর-জবরদস্তিতে বিশ্বাসী নই।” ২০২৩ সালে তাঁকে আটকে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি জানান, তার জবাব মানুষ ব্যালটেই দিয়েছে।