আজ কলকাতায় নামবে প্রায় একশো রথ, সুষ্ঠুতা রক্ষায় তৎপর পুলিশ

ঠিক হয়েছে স্থানীয় পুলিশ নিজ নিজ এলাকার রথগুলিকে এসকর্ট করবে।

June 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রথযাত্রা। রথযাত্রা উপলক্ষ্যে ছোট-বড় মিলিয়ে ৯৪টি রথ নামবে কলকাতার রাজপথে। তার মধ্যে বড় রথের সংখ্যা আট। ইতিমধ্যেই শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত দেড় হাজার পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। কলকাতা পুলিশের সবকটি ডিভিশনের ডিসিদের নিয়ে গতকাল লালবাজারে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ঠিক হয়েছে স্থানীয় পুলিশ নিজ নিজ এলাকার রথগুলিকে এসকর্ট করবে।

আটটি বড় রথ রাস্তায় নামার কারণে, রথগুলির যাত্রাপথে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে। রথযাত্রার রুটগুলিতে ট্রাফিক বিভাগকে বাড়তি সতর্কতা নেওয়া নির্দেশ দিয়েছে লালবাজার। রথযাত্রার সময় অন্য রুটে বাস, গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ক্যামেরার মাধ্যমে লালবাজার রথযাত্রার রুটগুলিতে সরাসরি নজরদারি চালাবে বলে জানা গিয়েছে। যুগ্ম কমিশনার সদর সন্তোষ পান্ডে সামগ্রিকভাবে দায়িত্বে থাকবেন বলে খবর মিলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen