উত্তরবঙ্গ থেকে AC বাসে জগন্নাথধাম
বাংলার মানচিত্রে সম্প্রতি আর একটি জগন্নাথ ধাম যোগ হয়েছে ‘শ্রী জগন্নাথ ধাম, দীঘা’। এবার উত্তরবঙ্গ থেকে জগন্নাথ ধাম পৌঁছে যাওয়া যাবে একটা মাত্র বাসেই। গতকাল উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:২০: বাংলার মানচিত্রে সম্প্রতি আর একটি জগন্নাথ ধাম যোগ হয়েছে ‘শ্রী জগন্নাথ ধাম, দীঘা’। এবার উত্তরবঙ্গ থেকে জগন্নাথ ধাম পৌঁছে যাওয়া যাবে একটা মাত্র বাসেই। গতকাল উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই নির্ঘণ্ট প্রকাশ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। উত্তরবঙ্গের ছ’টি জেলা থেকে পূর্ব মেদিনীপুর যাওয়ার জন্য সরকারি ভলভো বাস পরিষেবা পাওয়া যাবে। এই ৬টি জেলা হল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদহ। আগামী বুধবার (২৮ মে) থেকে এই বাস পরিষেবা পর্যায়ক্রমে শুরু হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তাহে বুধ ও শনিবার বিকেল ৪টেয় সেখান থেকে এসি ভলভো বাস যাবে জগন্নাথ দর্শনার্থীদের নিয়ে। বৃহস্পতিবার (২৯ মে) বাস যাত্রার সূচনা হবে শিলিগুড়িতে। সেখান থেকে সপ্তাহে বৃহস্পতি ও রবিবার বিকেল সাড়ে ৫টায় ছাড়বে বাস। শুক্রবার (৩০ মে) ও রবিবার রায়গঞ্জ ও কোচবিহার থেকে বাস ছাড়বে ‘শ্রী জগন্নাথধাম’-এর উদ্দেশ্যে। কোচবিহার থেকে দুপুর ২টোয়। রায়গঞ্জ থেকে বিকেল ৩টেয়। আগামী শনিবার ৩১ মে আলিপুরদুয়ার এবং মালদহ থেকে ভলভো বাসযাত্রার সূচনা হবে। শনিবার ছাড়া মঙ্গলবারও এই দুই জেলাসদর থেকে দিঘার উদ্দেশে যাবে বাস। আলিপুরদুয়ার থেকে দুপুর ২টোয় মালদহ থেকে বিকেল ৩টেয় বাস ছাড়বে।
উত্তরবঙ্গের মানুষ যাতে আরামে দীঘা পৌঁছতে পারে সেই কারণেই মুখ্যমন্ত্রী সরকারি ভলভো বাস পরিষেবার ঘোষণা করলেন। এর পাশাপাশি দীঘার পর্যটন শিল্পও বেশ কিছুটা লাভবান হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।