এশিয়া কাপ নিয়ে জল্পনার অবসান, সূচি ও ভেন্যু ঘোষণা করল এসিসি, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)(Asian Cricket council)।

July 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২০: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)(Asian Cricket council)। শুক্রবার ঢাকায় আয়োজিত এসিসি-র বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ঠিক পরের দিন, শনিবার, এসিসি চেয়ারম্যান মহসিন নকভি সামাজিক মাধ্যমে জানিয়ে দেন আসন্ন এশিয়া কাপের নির্ধারিত দিন এবং ভেন্যুর কথা।

নকভি তার পোস্টে লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রতিযোগিতা শুরু হবে ৯ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ক্রিকেটপ্রেমীরা এক অসাধারণ প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছেন।”

এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে।

জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচগুলি মূলত অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবিতে। আটটি দলকে ভাগ করা হবে দু’টি গ্রুপে। শোনা যাচ্ছে, ভারত ও পাকিস্তানকে রাখা হতে পারে একই গ্রুপে, যার ফলে অন্তত তিনবার মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ— গ্রুপ পর্যায়ে, সুপার ফোরে এবং সম্ভবত ফাইনালেও।

২০২৫ সালের এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের শেষ রবিবার। যদিও প্রতিটি ম্যাচের নির্দিষ্ট সূচি এখনও প্রকাশ হয়নি, তবে এসিসি সূত্রে জানানো হয়েছে, খুব শীঘ্রই ম্যাচের বিস্তারিত ক্রীড়াসূচি সামনে আনা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen