জয়পুর, মুম্বইকে পিছনে ফেলে এশিয়ার সেরা শহরের তালিকায় ৮ নম্বরে কলকাতা
দেখা গিয়েছে, সেই তালিকার আট নম্বরে রয়েছে কলকাতা। ভারতের আরও তিনটি শহর রয়েছে এই তালিকায়।
October 5, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জনপ্রিয় আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন ‘ট্রাভেল প্লাস লেজার’। সেই পত্রিকার তরফে একটি সমীক্ষা চালানো হয়েছে। জনপ্রিয় এই পত্রিকার পাঠকদের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এশিয়ার কোন কোন শহর তাঁদের মতে সেরা?
সেই সমীক্ষা যে একেবারে উপরে যে ১৫টি শহরের নাম উঠে এসেছে, সেগুলি প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে, সেই তালিকার আট নম্বরে রয়েছে কলকাতা। ভারতের আরও তিনটি শহর রয়েছে এই তালিকায়। মজার কথা তালিকার এক নম্বরেই রয়েছে ভারতেরই একটি শহর— উদয়পুর। কলকাতা আট নম্বরে, জয়পুর নয় নম্বরে আর মুম্বই ১৪ নম্বরে।