শিশুমৃত্যুতে অধরা অভিযুক্ত, উত্তাল পাটনা! পুলিশের গাড়িতে আগুন, আহত পাঁচ উর্দিধারী
এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পাটনা পুলিশ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৫: শিশুমৃত্যুর ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। যা ঘিরে উত্তাল পাটনা। ক্ষিপ্ত জনতার রোষ পুলিশের উপর আছড়ে পড়ল। পাটনায় জনতার বিক্ষোভে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। দুই শিশু হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবিতে সোমবার রাতভর বিক্ষোভ দেখালেন পাটনার জনতা। জানা যাচ্ছে, ৫ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মহিলা কনস্টেবলও রয়েছেন। অভিযোগ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে।
হেনস্থার শিকার হন খোদ পুলিশ সুপার। ইতিমধ্যেই দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, ১৫ আগস্ট পাটনার ইন্দ্রপুরী এলাকায় একটি গাড়ির ভিতরে ২ শিশুর দেহ উদ্ধার হয়। এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পাটনা পুলিশ। তাতেই জনরোষ আছড়ে পড়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাটনার (সেন্ট্রাল) এসপি দীক্ষা জানিয়েছেন, শিশুহত্যায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সোমবার সন্ধ্যায় রাস্তা আটকে মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশ পৌঁছলে বিক্ষুব্ধ জনতা হিংসার আশ্রয় নেয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি পাথরও ছোড়া হয়।
জানা যাচ্ছে, বিক্ষোভ চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে অল্প কয়েকজন পুলিশ সেখানে গিয়েছিলেন। জনতার হামলায় মোট পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন। কয়েকজন মহিলা সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অন্য অভিযুক্তদেরও আটক করা হবে। অন্যদিকে, দুই শিশুমৃত্যুর ঘটনায় খুব শীঘ্রই অভিযুক্তদের আটক করা হবে জানিয়েছেন পুলিশ সুপার।