“অ্যাক্টিং প্রাইম মিনিস্টার” – মমতার নিশানায় কে?

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন। আমি তাঁকে বলব, চেয়ারে বসে ভেদাভেদের রাজনীতি করবেন না।

May 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে জেলায় পৌঁছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করেন । মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই জেলায় ধুলিয়ান, সুতির হিংসার ঘটনা বিএসএফের কারণেই অশান্তি বৃদ্ধি পেয়েছিল। এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে? আমি জানি না। আমাকে কয়েক জন ছাত্র বললেন। বিজেপি এর জবাব দিতে পারবে। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন। আমি তাঁকে বলব, চেয়ারে বসে ভেদাভেদের রাজনীতি করবেন না। সাম্প্রদায়িক অশান্তি না-করে, সীমান্ত রক্ষায় নজর দিন।’’

স্বাভাবিক ভাবেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “অ্যাক্টিং প্রাইম মিনিস্টার” কটাক্ষ নিয়ে রাজনৈতিক মহল তোলপাড়। কাকে এই আখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই মনে হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায়। তবে এই প্রথম শাহকে নিশানা বানাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরই,১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে মুখ্যমন্ত্রী অমিত শাহ কে নাম করে তোপ দাগেন। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন,তিনি নাম বলেন না, কিন্তু সেদিন বলছেন। সেখানে অমিত শাহের কোম্পানি বেশি আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সেদিন মমতা বলেছিলেন, তিনি কোনও দিন প্রধানমন্ত্রী হবেন না। মোদীজির প্রধানমন্ত্রিত্ব গেলে তাঁর কী হবে? তাঁকে তো হামাগুড়ি দিতে হবে।’’ সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা অনুরোধ করেছিলেন, ওই শাহকে নিয়ন্ত্রণ করতে। একটা লোকের হাতে সব এজেন্সি। যেমন পারছে ব্যবহার করছে, বলেছিলেন মমতা। সুতরাং সোমবার, “অ্যাক্টিং প্রাইম মিনিস্টার” বলতে তাহলে কী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই আবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen