নেটমাধ্যমে ঋতাভরীকে নিয়ে জল্পনা, জবাব দিলেন অভিনেত্রী

অভিনেত্রীর বক্তব্য পড়ার পর নেট নাগরিকদের মধ্যে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পুজোয় ‘এফআইআর’ ছবিতে দর্শক তাঁকে দেখতে পাবেন।  

September 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুজোর আগে তারকারা কম-বেশি প্রত্যেকেই বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে ব্যস্ত। দম ফেলার সময় নেই তাঁদের। ঋতাভরী চক্রবর্তীও (Ritabhari Chakraborty) তাঁর ব্যতিক্রম নন। প্রাক পুজোর মরশুমে একাধিক বিজ্ঞাপনী ছবিতে তাঁকে দেখা যাচ্ছে। কোথাও তিনি জুটি বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তো কোথাও তাঁর সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। কিন্তু নেট নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে অভিনেত্রীর ওজন বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন। এর কারণ জানতে চেয়েও পোস্ট করেছেন অনেকেই। অনুরাগীদের নিরাশ না করে উত্তরও দিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘দুটো অপারেশন ও আট মাস শয্যাশায়ী থাকার পর তোমরা আর কী আশা করো?’

এরপর অন্য একটি পোস্টে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির শবরী লিখেছেন, ‘আমি চিরকালই ফিটনেস সচেতন। কিন্তু এই দীর্ঘ সময়কে সহজভাবে নিতে পারিনি। তবে এটুকু বুঝেছি আগে সুস্থ হয়ে ওঠা, তারপর শীররচর্চা।’ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি শরীরচর্চার মতো বাড়তি ধকল নিতে চান না বলেই জানিয়েছেন। অভিনেত্রীর বক্তব্য পড়ার পর নেট নাগরিকদের মধ্যে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পুজোয় ‘এফআইআর’ ছবিতে দর্শক তাঁকে দেখতে পাবেন।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen