এবার পুজোয় দুর্গার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে

বাপের বাড়ি আসছেন মা দুর্গা। আর কয়েক দিনের মধ্যেই চারপাশ ঢাকের বাদ্যি, হই-হুল্লোড়ে ভরে উঠবে

September 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর সরস্বতী ও লক্ষ্মীর বেশে থাকবেন যথাক্রমে দেবলীনা কুমার ও রিচা শর্মা। নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্তর পরিকল্পনায় সাত মিনিটের একটি ভিডিও তৈরি হতে চলেছে। সেই ভিডিওতেই দেখা যাবে ঋতুপর্ণা, দেবলীনা ও রিচাকে।

বাপের বাড়ি আসছেন মা দুর্গা। আর কয়েক দিনের মধ্যেই চারপাশ ঢাকের বাদ্যি, হই-হুল্লোড়ে ভরে উঠবে। দুর্গাপুজো মানে নারীশক্তির উদযাপনও বটে। কিন্তু সমাজে বিভিন্ন স্তরের মহিলাদের যেমন— গৃহবধূ, অ্যাসিড আক্রান্ত, যৌনকর্মী, রূপান্তরকামীদের প্রতিনিয়ত হিংসার শিকার হতে হয়। তাঁদের প্রতি সম্মান জানিয়েই এই ভিডিও তৈরি হতে চলেছে। অভিরূপের সঙ্গে এই ভিডিওতে যৌনকর্মী, রূপান্তরকামী ও অ্যাসিড আক্রান্তদেরও পারফর্ম করতে দেখা যাবে। গান গেয়েছেন চন্দ্রাবলী রুদ্র দত্ত ও দীপাবলি দত্ত। আগামী ২ তারিখ এই ভিডিওর শ্যুটিং রয়েছে। চণ্ডীপাঠ করেছেন কোরক বসু এবং ভাষ্যপাঠ করেছেন মহুয়া রায়। ইউটিউবে মুক্তি পাবে এই ভিডিও।

ঋতুপর্ণার কথায়, ‘কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে, এর ফলে সমাজে একটা বার্তা পৌঁছনো যাবে। নতুনদের পাশে সবসময় থাকার চেষ্টা করি। অভিরূপের এই উদ্যোগকে আরও ছড়িয়ে দেওয়ার জন্যই ঠিক করেছি, আমি এই ভিডিওটি উপস্থাপনা করব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen