করোনা আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

অভিনেত্রী জানিয়েছেন তাঁর শরীরে তেমন কোনও সমস্যা নেই। শুধু হালকা সর্দির উপসর্গ রয়েছে, তাঁর নাক বন্ধ রয়েছে।

November 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার করোনার কবলে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। করোনাকালে অতিমারীর শিকার হতে হয়েছে একাধিক টলিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীকে।দূর্ভাগ্যবশত তালিকায় যুক্ত হল আরও একটা নাম। ফেসবুক পোস্টে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেত্রী। আপতত হোম আইসোলেশনে রয়েছেন সুদীপ্তা। অভিনেত্রী জানিয়েছেন তাঁর শরীরে তেমন কোনও সমস্যা নেই। শুধু হালকা সর্দির উপসর্গ রয়েছে, তাঁর নাক বন্ধ রয়েছে। পাশাপাশি খাবারের কোনও স্বাদ ও গন্ধ তিনি গত কয়েকদিন ধরে পাচ্ছেন না। 

https://www.facebook.com/sudipta.rrpl/posts/3764210010255938

জীবনটা পুরো সারপ্রাইজে ভরপুর। আমি কোভিড-১৯ পজিটিভ (Covid 19)। বন্ধুরা দয়া করে প্যানিক করবেন না, আমি ভালো আছি। জ্বর নেই, গায়ে যন্ত্রণা বা নিঃশ্বাস সংক্রান্ত কোনও সমস্যা এখনও নেই। একমাত্র নাক বন্ধ এবং কোনওরকম স্বাদ বা গন্ধ পাচ্ছি না। শুধু এইটুকুই। আমার স্বামী (পরিচালক অভিষেক সাহা) ও মেয়ে (শাহিদা) একদম ঠিক আছে। তাঁদের আগামী কয়েকদিনে করোনা পরীক্ষা করা হবে। আমি গত ৪ দিন ধরে পুরোপুরি একটা ঘরেবন্দি রয়েছি এবং ওষুধপত্র খাচ্ছি চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী। আমি শীঘ্রই সেরে উঠব। সকলে সুস্থ থাকো, সুরক্ষিত থাক’। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen