আলিপুরদুয়ারে অধিকার যাত্রা তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইকের

এদিন দলীয় কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়েছিল।

March 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আলিপুরদুয়ারে অধিকার যাত্রা তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইকের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সোমবার আলিপুরদুয়ার বিধানসভায় অধিকার যাত্রা শুরু করেন তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক। ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, বাংলার উন্নয়ন অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন। সোমবার সকাল ৯টায় শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের মুন্সিপাড়া কালীমন্দিরে পুজো দিয়ে অধিকার যাত্রা শুরু করেন তৃণমূল প্রার্থী।

এদিন দলীয় কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। হুডখোলা জিপে শালকুমারে রোড-শো করেন জোড়াফুল প্রার্থী। শালকুমার-২ পঞ্চায়েতের রূপনগর বাজারে বাড়ি বাড়ি প্রচার চালান তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থী বলছেন, উন্নয়নের নিরিখে এবারে লোকসভা ভোট হবে। তাই এবার তৃণমূলই জিতবে।

প্রচারের পর প্রার্থী পাতলাখাওয়া পার্টি অফিসে যান। সেখানে জবকার্ড হোল্ডার শ্রমিকদের মুখোমুখি হন তিনি। খয়েরবাড়ি বাজারে গিয়ে পথসভা করেন। বিকেলে চকোয়াখেতি হয়ে তৃণমূলের অধিকার যাত্রা পৌঁছয় জেলা সদর লাগোয়া পররপাড়ে। বিশাল মিছিল বিবেকানন্দ-২ পঞ্চায়েতে গিয়ে শেষ হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen