‘অভয়া’র নাম করে টাকা তোলার অভিযোগ! অনিকেতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা-মা

January 13, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪১: আর জি কর আন্দোলনের অন্যতম পরিচিত মুখ অনিকেত মাহাতোর (Aniket Mahato) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নিহত চিকিৎসকের বাবা ও মা। আন্দোলনের আবেগকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির অভিযোগে ক্ষুব্ধ তাঁরা।

আর জি কর আন্দোলনের (RG Kar Movement) অন্যতম মুখ তথা জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর বিরুদ্ধে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ‘অভয়া’র (নিহত চিকিৎসকের প্রতীকী নাম) বাবা ও মা। ব্যক্তিগত প্রয়োজনে আন্দোলনের নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগে সরব হয়েছেন তাঁরা। একইসঙ্গে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনিকেতের নেতৃত্বে বা তাঁর ডাকে কোনও কর্মসূচিতে তাঁরা আর পা মেলাবেন না।

আইনি লড়াইয়ের মাধ্যমে আর জি কর হাসপাতালেই পোস্টিং পেয়েছিলেন অনিকেত। কিন্তু বর্তমানে তিনি এসআর শিপ (SR-ship) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী, বন্ডের মেয়াদ ফুরোনোর আগে চাকরি ছাড়লে ৩০ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। এই বিপুল অর্থ জোগাড় করতে অনিকেত সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান এবং সাংবাদিক বৈঠকও করেন।

অনিকেতের এই পদক্ষেপেই ক্ষুব্ধ নিহতের পরিবার। অভয়ার মায়ের অভিযোগ, আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে নিজের ব্যক্তিগত জরিমানার টাকা জোগাড় করতে চাইছেন অনিকেত। তাঁর প্রশ্ন, চাকরি ছাড়া বা বন্ডের টাকা দেওয়া একান্তই অনিকেতের ব্যক্তিগত বিষয়, সেখানে আন্দোলনের প্রসঙ্গ টানা হচ্ছে কেন? ক্ষোভের সুরে তিনি বলেন, “অনিকেত যেটা করছে সেটা আমরা ভালোভাবে নিইনি। ও লড়াই করে আর জি কর হাসপাতালেই পোস্টিং পেয়েছিল। লড়াই জেতার আনন্দ না নিয়ে ছেড়ে দিল। মানুষের কাছে বলল টাকার দরকার। আমি অভয়া আন্দোলন করেছি, আমাকে টাকা দিন।”

শুধু আর্থিক বিষয় নয়, অনিকেতের ডাকা সিজিও কমপ্লেক্স (CGO Complex) অভিযানেও তাঁরা যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অভয়ার মায়ের স্পষ্ট বার্তা, তাঁরা সিজিও অফিসে যাবেন, তবে অনিকেতের নেতৃত্বে নয়। তাঁরা কোনও রাজনীতি চান না এবং কারও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির মিছিলে হাঁটবেন না। নির্যাতিতার পরিবারের এই অনাস্থা প্রকাশ আর জি কর আন্দোলনের অন্দরের সমীকরণে বড়সড় বদল আনল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen