১৫ দিন পর বোমা ফাটাব, কীসের আগাম ইঙ্গিত দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ?

সোমবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে অর্জুনের বৈঠক সে ভাবে ফলপ্রসূ হয়নি।

May 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্য রাজনীতির ‘অর্জুন পর্ব’ কিছুতেই যেন আর শেষ হওয়ার নাম নিচ্ছে না। আবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অর্জুন সিংহ।​ এবার সময় বেঁধে দিয়ে আর মাত্র ১৫ দিনের মধ্যে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন, জানালেন সাংসদ, বোমাও ফাটাবেন, বললেন সংবাদমাধ্যমকে। তবে কি ফুল বদল? এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। এখন জার্মানিতে আছেন এই, বিজেপি সাংসদ। তিনি সংবাদমাধ্যমকে বলেন যে তিনি আগেই বলেছিলেন, যা বলার ১৫ দিন পরে বলবেন।

জানা গেছে গত সোমবার রাতে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে অর্জুনের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক নাকি ফলপ্রসূ হয়নি। তারপরই বিরাট কিছু করার ইঙ্গিত দিলেন অর্জুন। স্বাভাবিকভাবেই ব্যারাকপুরের এই দলবদল করা দাপুটে নেতা এবং বর্তমান বিজেপি সাংসদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে নিয়ে বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে জোর জল্পনা।

আরো জানা গেছে, বঙ্গবিজেপি কিছু নেতা তাঁকে নাকি মঙ্গলবার ফোনও করেনকিন্তু অর্জুন নাকি কারও ফোনই তোলেননি। মোবাইল নাকি বন্ধ রেখেছিলেন অর্জুনের ঘনিষ্ঠ কিছু নেতাও, তাই পাওয়া যায়নি কোনও খবর। সোমবার রাতেই অর্জুন চলে গেছেন জার্মানিতে, তারপর বিদেশ থেকেই আসে তার বিস্ফোরক ঘোষণা!

জানা যাচ্ছে, সোমবার রাতে নাড্ডার সঙ্গে বৈঠকে নাকি যে দুটি প্রধান বিষয় নিয়ে আলোচনা হয়, তা ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার কাউকে পূর্ণমন্ত্রী না করা এবং পাটশ্রমিকদের প্রসঙ্গ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen