৩ মাস পর ফের রেশন বিক্রি হওয়া কেরোসিনের দাম বাড়াল মোদী সরকার

কয়েক মাস আগেই কেরোসিনের দাম সেঞ্চুরি করেছিল, তারপর গ্রাহকদের কেরোসিন কেনা হ্রাস পেতে আরম্ভ করে।

November 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: StoreMasta Blog

প্রায় তিন মাস পর আবারও রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম বৃদ্ধি পেল। নভেম্বরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি কেরোসিনের বর্ধিত ইস্যু প্রাইস ঘোষণা করেছে। মনে করা হচ্ছে, লিটার প্রতি কেরোসিনের দাম ২ টাকা ৭০ পয়সার মতো বাড়তে পারে। ইস্যু প্রাইসের ভিত্তিতেই প্রতি মাসে খাদ্যদপ্তর, কেরোসিনের দাম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। গত মাসে বাংলায় লিটার প্রতি ৮১ থেকে ৮৪ টাকা দরের মধ্যে কেরোসিন মিলছিল। পরিবহণ খরচের ফারাকের কারণে, বাংলার বিভিন্ন জেলায় রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম কিছুটা পার্থক্য হয়।

কয়েক মাস আগেই কেরোসিনের দাম সেঞ্চুরি করেছিল, তারপর গ্রাহকদের কেরোসিন কেনা হ্রাস পেতে আরম্ভ করে। সেপ্টেম্বরে দাম কিছুটা কমানো হয়েছিল। অন্যদিকে, মোদী সরকার বাংলার বরাদ্দ অর্ধেক করে দিয়েছে। সেপ্টেম্বরে দাম কিছুটা কমার ফলে, অক্টোবরে কেরোসিনের চাহিদা ও কেনার প্রবণতা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু ফের দাম বাড়ার ফলে চাহিদা কোথায় গিয়ে ঠিকবে তা নিয়ে ওয়াকিবহাল মহল যথেষ্ট সন্ধিহান। কেরোসিনের দাম বাড়লে, সাধারণ মানুষ জ্বালানি হিসেবে কাঠ, গাছের ডালপালা বেশি মাত্রায় ব্যবহার করতে আরম্ভ করবেন। স্বভাবতই পরিবেশ দূষণ বাড়বে। অন্যদিকে, কেরোসিনের মূল্য নির্ধারণ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছে। আগামী ২২ নভেম্বর যার শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগে কিসের ভিত্তিতে কেরোসিনের দাম নির্ধারণ করা হচ্ছে, সে প্রশ্নও উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen