প্রায় ৭০ বছর পর শহরে এপ্রিলের তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রিতে – হাঁসফাঁস করেছে কলকাতাবাসী
সোমবার দুপুরে শহরের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ৪৩-এ ঠেকল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার দুপুরে শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা পৌঁছে গেল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে, যা কিনা এপ্রিল মাসে সর্বকালীন রেকর্ড গরম।
সোমবার দুপুরে শহরের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ৪৩-এ ঠেকল। শেষ বার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছেছিল ১৯৫৪ সালে। সে বছর এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ৭০ বছরে আর কখনও শহর ৪৩ ডিগ্রি উষ্ণ হয়নি।
তাপমাত্রার (temperature ) পারদ ৪৩ ডিগ্রি হলেও গরম অনুভূত হচ্ছে ৪৬ ডিগ্রির মতো। হাঁসফাঁস করেছে শহরের মানুষ। তার ওপরে লোড শেডিং-এ ত্রাহি ত্রাহি রব শহরবাসীর।