PMO: স্বাধীনতার ৭৮ বছর পর বড় পরিবর্তন, নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর
নতুন পিএমও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছেই। পুরনো দপ্তর ভবনে জায়গার অভাব ছিল। সেখানে আধুনিক পরিকাঠামোও ছিল না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৪: স্বাধীনতার ৭৮ বছর পর বড় পরিবর্তন। প্রথমবার সাউথ ব্লক ছাড়ছে প্রধানমন্ত্রীর দপ্তর। সরকারি সূত্রে জানা গেছে, সেন্ট্রাল ভিস্তা (central vista) প্রকল্পের অংশ হিসেবে নতুন এক্সিকিউটিভ এনক্লেভ তৈরি হয়েছে। এখানে থাকবে প্রধানমন্ত্রীর দপ্তর।
সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে স্থানান্তর। সাথে থাকবে মন্ত্রিসভার সচিবালয়। জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ও এখানে থাকছে। আধুনিক কনফারেন্সিং সুবিধাও থাকছে।
নতুন পিএমও (PMO) প্রধানমন্ত্রীর বাসভবনের কাছেই। পুরনো দপ্তর ভবনে জায়গার অভাব ছিল। সেখানে আধুনিক পরিকাঠামোও ছিল না। এই কারণে নতুন ভবন তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
সাউথ ব্লক (south block) ও নর্থ ব্লক হবে মিউজিয়াম। সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে সেই পরিকল্পনা। এখনকার নাম, যুগ যুগিন ভারত সংগ্রহালয়। ভারতের ঐতিহ্য, ইতিহাস ও ভবিষ্যৎ তুলে ধরা হবে মিউজিয়ামে। জাতীয় জাদুঘর ও ফ্রান্স জাদুঘর উন্নয়নের মধ্যে হয়েছে চুক্তি।
নতুন প্রশাসনিক ভবন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এতদিন ঔপনিবেশিক যুগের ভবন থেকেই চলেছে শাসন ব্যবস্থা। সেখানে আলো, বায়ু চলাচল ও জায়গার ঘাটতি ছিল। অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও সীমাবদ্ধতায় কাজ করেছে।
সূত্রের খবর, নতুন পিএমও-র নামও বদলাতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, “প্রধানমন্ত্রীর দপ্তর জনগণের দরবার হওয়া উচিত, মোদীর অফিস নয়।”