দার্জিলিঙে অবিরাম তুষারপাত, কোভিড বিধি শিথিল হতেই বাড়ছে পর্যটকদের ভিড়

পাহাড়ের হাসির ছবি দেখা গিয়েছে ডুয়ার্সেও। এত দিন রিসর্টগুলি খোলা থাকলেও কোভিডবিধির জেরে পর্যটকশূন্য ছিল ডুয়ার্স। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী পর্যটনকেন্দ্র খোলার ঘোষণা করায় খুশি সকলেই।

February 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোভিড বিধি কাটিয়ে মাসখানেক পর খুলছে পর্যটনের দুয়ার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপধ্যায়ের ঘোষণায় আশাবাদী পাহাড়ে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

গত কয়েক দিন ধরেই টানা তুষারপাত চলছে দার্জিলিঙে। বছরের এই সময়টায় পাহাড়ের সৌন্দর্য় উপভোগ করার ইচ্ছা নিয়ে দার্জিলিঙে ছুটে আসেন পর্যটকেরা। তবে কোভিড বিধির জেরে এত দিন বিধি বাম ছিল। ব্যবসার মরসুমেও পর্যটকহীন পাহাড়। তবে সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলে যাবে পর্যটন শিল্প। তাতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। শীত থাকতে থাকতে পর্যটন শিল্প খুলে যাওয়ায় আয়ের আশায় রয়েছেন ওই শিল্পের সঙ্গে যুক্ত সকলেই। গত ৩ জানুয়ারি কোভিড বিধি জারি হওয়ার পর থেকেই পাহাড় খালি হয়ে গিয়েছিল। সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে বলে আশায় ব্যবসায়ীরা।

অন্যান্য বারের তুলনায় এ বছর দার্জিলিঙের সান্দাকফু, টংলিং, টুংলু, ফালুট-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক তুষারপাত হচ্ছে। ফলে তা দেখতে পর্যটকেরা ভিড় জমাবেন বলে আশায় বুক বাঁধছেন সকলেই। গত সপ্তাহে ‘হিমালয় হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক’-এর তরফে মুখ্যমন্ত্রীর কাছে বিধিনিষেধ মেনে পর্যটন ব্যবসা খোলার আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। তাতে মুখ্যমন্ত্রী সাড়া দেওয়ায় খুশির হাওয়া পাহাড়ের ব্যবসায়ীমহলে।

পাহাড়ের হাসির ছবি দেখা গিয়েছে ডুয়ার্সেও। এত দিন রিসর্টগুলি খোলা থাকলেও কোভিডবিধির জেরে পর্যটকশূন্য ছিল ডুয়ার্স। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী পর্যটনকেন্দ্র খোলার ঘোষণা করায় খুশি সকলেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen