দিল্লি, আগরতলার পর কলকাতা উপদূতাবাসেও বন্ধ পর্যটক ভিসা দেওয়া, ইউনূস আমলে চরমে ভারত-বাংলাদেশ সংঘাত

January 8, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ইউনূস আমলে ক্রমেই সংঘাত বাড়ছে ভারত-বাংলাদেশের মধ্যে। সংখ্যালঘু নিধনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। উত্তপ্ত বাংলাদেশে বইছে ভারত-বিরোধিতার হাওয়া। এবার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করল মহম্মদ ইউনূসের অন্তবর্তী সরকার। যদিও কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করেনি।উপদূতাবাস বন্ধ করে নয়াদিল্লির সঙ্গে সংঘাত আরও বাড়াল ঢাকা।

আগেই দিল্লির বাংলাদেশ দূতাবাস ও আগরতলার উপদূতাবাস ভারতের পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছিল। একমাত্র কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে এই পরিষেবা চালু ছিল। এবার তা বন্ধ করে দেওয়া হল। সাফ কথায়, এই মুহূর্তে ভারতীয় পর্যটকরা আর বাংলাদেশে যেতে পারবেন না।

জানা যাচ্ছে, ভারতীয়দের জন্য ‘এমপ্লয়মেন্ট ভিসা’ ও ‘বিজনেস ভিসা’ দেওয়া এখনও চালু রয়েছে। কর্মসূত্রে ও ব্যবসায়িক কাজেই কেবল ভারতীয়রা বাংলাদেশে যেতে পারবেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা প্রদান করা হবে। বহুস্তরীয় যাচাইয়ের পর সাংবাদিকদের ভিসা দেওয়া করা হয়। কোথায় থাকবেন, কোথায় যাবেন, কী পরিকল্পনা সেই সব বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থাকে। তাই সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে সাধরণ পর্যটকদের ক্ষেত্রে তা সহজ নয়। আপাতভাবে মনে করা হচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। যদিও কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তাকে ঢাল করে ভারত-বিরোধিতার চাষ করছেন ইউনূস।

উল্লেখ্য, ২০২৪-র জুলাই থেকে উত্তাল বাংলাদেশ। হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের আমলে কট্টরপন্থীদের দাপট বেড়েছে। ছাত্রনেতা ওসমান হাদি হত্যার ঘটনায় নতুন করে আশান্ত হয়েছে বাংলাদেশ। সংখ্যালঘুদের নিধন চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen