ডুরান্ডের পর কলকাতা লিগেও ব্যর্থ মোহনবাগান! সুরুচির বিরুদ্ধে ১-১ গোলে ড্র সবুজ মেরুনের
নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘের বিরুদ্ধে খেলতে নেমে মোহনবাগান ১-১ গোলে ড্র করে। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মোহনবাগান ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৫: কলকাতা লিগে বৃহস্পতিবার মাঠে নেমে ছিল মোহনবাগান। নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘের বিরুদ্ধে খেলতে নেমে ডেগি কার্ডোজোর ছেলেরা এই ম্যাচ ১-১ গোলে ড্র করে। প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় সবুজ-মেরুন।
মোহনবাগানের শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি। সন্দীপ মালিক, পাসাং দোর্জি , লিওয়ান বা রোশন সিং—কেউই নিজের সেরাটা দিতে পারেননি এই ম্যাচে । বাগানের মাঝমাঠ ও স্ট্রাইকারদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি বার বার চলে পড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে সুরুচি সংঘ। জোসেফ হাকিপের সেই দূরপাল্লার শটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রঞ্জন ভট্টাচার্যের দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। কিন্তু সুরুচির রক্ষণভাগ এতটাই শক্ত ছিল যে বারবার আটকে যায় আক্রমণ।চোটের কারণে মোহনবাগান নিজেদের একাধিক প্লেয়ারকে পায়নি এই ম্যাচে। ম্যাচের শেষ মুহূর্তে ৮৭ মিনিটে তুষার বিশ্বকর্মার গোলে ম্যাচে সমতায় ফেরে সবুজ-মেরুন। শেষ পর্যন্ত ১-১ ড্র-তেই সন্তুষ্ট থাকতে হয় কার্ডোজোর দলকে।
এই ফলাফলের পর সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মোহনবাগান পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অন্যদিকে, এদিন গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পাওয়ায় সুরুচি সংঘ আট ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে উঠে এসেছে।