হিন্ডেনবার্গের ধাক্কায় টলমল আদানীরা, ধনীদের তালিকায় কত নামলেন গৌতম আদানী?

হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসতেই আদানী গোষ্ঠীর বিপর্যয় শুরু হয়েছে

January 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত বুধবার মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসতেই আদানী গোষ্ঠীর বিপর্যয় শুরু হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি হানি হচ্ছে, শেয়ার বাজারের বিপর্যয়ও অব্যাহত। ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানীর শিল্পগোষ্ঠী। গতকাল গৌতম আদানীর শিল্পগোষ্ঠী ১ লক্ষ কোটি টাকার শেয়ার হারিয়েছে। তিনটি বাণিজ্যিক পর্বে ৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে আদানী গোষ্ঠী।

প্রসঙ্গত, গত বুধবার থেকে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ আদানীগোষ্ঠীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে একটি রিপোর্ট প্রকাশ করে। অভিযোগ করা হয়, আদানীরা নাকি প্রতারণা করে ধনী হয়েছেন। শেয়ার বাজারে তাদের অবস্থান নাকি অনেকটাই মেকি, এমন দাবিও করা হয়। এরপর থেকেই আদানী গোষ্ঠীর শেয়ারে ধস নামে শুরু করে। মূল্য কমতে থাকে। হিন্ডেনবার্গের জেরে বিশ্বের ধনীদের তালিকায় এক ধাক্কায় আটে নেমে এসেছেন আদানী। এক সপ্তাহ আগেও এই তালিকায় তিনি ছিলেন তৃতীয়। বর্তমানে, আদানীদের সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ২০ হাজার কোটি টাকা। উল্টে দিকে, হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে ৪১৩ পৃষ্ঠার জবাব পেশ করেছে আদানীরা। তাতে দাবি করা হয়েছে, অভিযোগগুলি ভিত্তিহীন এবং মিথ্যা। সেই সঙ্গে জাতীয়বাদী হাওয়া তুলে, আদানীদের অভিযোগ ভারতকে পরিকল্পিতভাবে আক্রমণ করেছে হিন্ডেনবার্গ। কিন্তু আদানীর সাফাই সত্ত্বেও, শেয়ার বাজারে ধস চলছেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen