শুভেন্দুর পর নাড্ডার সামনে ফ্লপ দিলীপ, খড়্গপুরে জনসভায় মাত্র হাজার দেড়েক লোক

গতকাল ঝাড়গ্রামের পর এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিজের নির্বাচনী ক্ষেত্র খড়্গপুরে।নাড্ডার জনসভায় টেনেটুনে হাজার দেড়েকের জনসমুদ্র!

February 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের গাড্ডায় নাড্ডার রথ। গতকাল ঝাড়গ্রামের পর এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিজের নির্বাচনী ক্ষেত্র খড়্গপুরে। নাড্ডার জনসভায় টেনেটুনে হাজার দেড়েকের জনসমুদ্র!

গতকাল ঝাড়গ্রামে লোক আনতে ব্যর্থ হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ কার্যত মুখ লুকাতে হলো লজ্জায় দিলীপ ঘোষকেও।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তার নিজের লোকসভা কেন্দ্রে অন্তর্গত খড়্গপুরের হারিয়াতারা গ্রাম পঞ্চায়েতে একটি জনসংযোগ কর্মসূচির উদ্যোগ নেন। এই কর্মসূচিতে খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) উপস্থিত থাকলেও কর্মসূচি ছিল প্রায় জনহীন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen