মাধ্যমিকে ঢালাও নম্বর – একাদশে ভর্তি নিয়ে আশঙ্কা নেই, বলছেন বিশেষজ্ঞরা

এদিনই সংসদের তরফে ভর্তির রূপরেখা প্রকাশ করা হয়েছে। ন্যূনতম নম্বর রাখা হয়েছে ৪৫ শতাংশ।

July 21, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

এ বছর করোনার জেরে তৈরি অভূতপূর্ব পরিস্থিতিতে মাধ্যমিকে (madhyamik) প্রচুর নম্বর উঠেছে। আর এর সঙ্গেই মাথাচাড়া দিয়ে উঠছে একাদশ শ্রেণিতে (Class XI) ভর্তির আশঙ্কা। কারণ, মাধ্যমিক স্কুলের তুলনায় উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা কম। প্রত্যেক বছর অনেকেই প্রথাগত পড়াশোনা থেকে সরে কারিগরি শিক্ষায় চলে যায় বা দুর্ভাগ্যবশত কম নম্বর পাওয়ায়, অকৃতকার্য হওয়ায় পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। তাই উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে ততটা অসুবিধা হয় না। এবার ছবিটা আলাদা। সবাই প্রচুর নম্বর পেয়েছে। তাই একাদশে ভর্তির সংখ্যাও বাড়বে। তবে, আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছে প্রধান শিক্ষকমহল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এদিনই সংসদের তরফে ভর্তির রূপরেখা প্রকাশ করা হয়েছে। ন্যূনতম নম্বর রাখা হয়েছে ৪৫ শতাংশ। বহু স্কুলই এদিন মার্কশিটের সঙ্গে সঙ্গে ভর্তির ফর্মও দিয়ে দিয়েছে। তবে, সব পড়ুয়া কি ভর্তি হতে পারবে? এতে অসম্ভব কিছু দেখছেন না প্রধান শিক্ষকরা। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, যা স্কুল রয়েছে, তার সঙ্গে ২৭৫ দিয়ে গুণ করলে মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যাকে তা অনেকটাই ছাপিয়ে যায়। নিজের স্কুল একটি অনলাইন পরীক্ষাও নিয়েছেন তিনি। মাধ্যমিকের নম্বরের সঙ্গে সেই পরীক্ষার নম্বর যোগ করে তৈরি করা হবে মেধা তালিকা। তার ভিত্তিতেই ঠিক হবে কোনও পড়ুয়ার সাবজেক্ট কম্বিনেশন। তবে, স্কুল বাছাবাছি করলে হবে না। যে স্কুল পাবে, তাতেই ভর্তি হতে হবে পড়ুয়াকে। একই কথা বলছেন, চেতলার কৈলাশ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মিত্রও। তিনি বলেন, সংসদ যে কোনও স্কুলে ২৭৫ জন পর্যন্ত ভর্তির অনুমতি আবেদন ছাড়াই দিয়ে থাকে। ৭০০০ স্কুলে যদি ২৭৫ জন ভর্তি হয়, তাহলেও তা মাধ্যমিকে পাশ করা প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থীর চেয়ে অনেক বেশি। যে স্কুলে চাহিদা বেশি, সেগুলি আসন বাড়ানোর আবেদন জানাতে পারে সংসদকে। তারা এবার হয়তো ততটা কড়াকড়ি না করে অনুমতি দেবে। এই পরিস্থিতিতে আর যাই হোক, প্রবেশিকা তো নেওয়া যাবে না। সংসদের এক কর্তা বলেন, আগে কী হয় দেখি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। স্কুল বাছাবাছি না করলে ভর্তিতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে, তিনিও পরামর্শ দেন, এই পরিস্থিতিতে স্কুল বাছাই করতে গিয়ে পরবর্তীতে বিপাকে না পড়াই ভালো। যেখানে নিশ্চিতভাবে ভর্তি হওয়া যাচ্ছে, সেখানে তাই হতে হবে। অনেকে বলছেন, স্কুল যেহেতু এখনই খুলছে না, তাই পরিকাঠামোর চেয়ে কিছুটা আসনবৃদ্ধি করা যেতে পারে। আর এই পরিস্থিতিতে কম পড়ুয়ার জন্য ধুঁকতে থাকা কিছু স্কুলে প্রাণ সঞ্চারও হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen