সোনালির পর এবার সুইটি বিবিদের ভারতে ফেরানোর প্রস্তুতি শুরু রাজ্যের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: অবশেষে দেশে ফিরেছেন সোনালি খাতুন। এবার বাকিদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করল রাজ্য সরকার। সুইটি বিবি এবং তাঁর দুই নাবালক পুত্র আজও বাংলাদেশে আটকে রয়েছেন। শনিবার মুরারইয়ে সুইটির পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম।
যেভাবে সোনালী ও তাঁর ছেলে ফিরিয়ে আনা হয়েছে, সেভাবেই সুইটি ও তাঁর নাবালক পুত্রদেরও ভারতে ফিরিয়ে আনা হবে বলে সুইটির পরিবারকে আশ্বাস্ত করেছেন তৃণমূল সাংসদ। সব রকম আইনি সহায়তা করবে রাজ্য সরকার। আইনজীবী সঞ্জয় বসুর নেতৃত্বে সুপ্রিম কোর্টে এবং কুণাল ঘোষ ও রঘুনাথ চক্রবর্তীর নেতৃত্বে কলকাতা হাই কোর্টে আইন লড়াই চালাবে রাজ্য, এমন খবর মিলেছে।
এখনও বাংলাদেশে আটকে রয়েছেন সুইটি বিবি ও তাঁর দুই নাবালক পুত্র সহ আরও তিনজন। পরিবারগুলির দাবি, সকলেই ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও প্রশাসনিক জটিলতার জেরে দীর্ঘদিন ধরে তাঁরা অন্য দেশে আটকে রয়েছেন। স্থানীয়দের দাবি, একজন ফিরে এসেছে, বাকিরা ফিরলে দুঃখ ঘুচবে। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে দিল্লি থেকে সোনালি-সহ বাকিদের বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। অভিযোগ, বৈধ নাগরিকত্বের প্রমাণ দেখানো সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল তাঁদের। তারপর দীর্ঘ আইনি লড়াই শেষে শুক্রবার অন্তসত্ত্বা সোনালি ও তাঁর পুত্র দেশে ফিরেছেন।