সুকান্ত মজুমদারের নিন্দায় এবার অমৃতসরের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটিও

তিনি জোর দিয়ে বলেন যে শিখ ধর্ম পাগড়িকে সম্মান ও মর্যাদার প্রতীক বলে মনে করে এবং এর উপর যেকোনো আক্রমণ একটি গুরুতর অপমান

June 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
অ্যাডভোকেট হরজিন্দর সিং ধামি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩০: গত বুধবার, বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শুভেন্দু অধিকারীর পর এবার তিনিও জড়ালেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে। এক শিখ পুলিশ অফিসারের পাগড়ি লক্ষ্য করে চটির কাটআউট ছুঁড়ে মেরেছেন সুকান্ত মজুমদার। সেই সূত্রে শিখ সম্প্রদায়ের এক সংগঠন তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ (police complaint) দায়ের করেছে এবং জানিয়েছে, তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে ভবিষ্যতে বড়সড় আন্দোলনের পথে হাঁটবে তারা।

সোমবার অমৃতসরের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি এবং অ্যাডভোকেট হরজিন্দর সিং ধামি বঙ্গবিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ওই কর্মকাণ্ডের (পাগড়িতে চটির কাটআউট ছুঁড়ে মারা) নিন্দা করে বলেছেন, এ কাজ শিখদের গর্বকে অবমাননা করে।

এই বিষয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এবং শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির ওয়েবসাইটে আপলোড করা বক্তব্যে শ্রী হরজিন্দর সিং ধামি বলেছেন, এই কাজটি অত্যন্ত বেদনাদায়ক এবং শিখদের অনুভূতির প্রতি গভীর অবমাননাকর। তিনি বলেন, এই ধরনের আচরণ শিখদের উস্কানি দেওয়ার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। তিনি জোর দিয়ে বলেন যে শিখ ধর্ম পাগড়িকে সম্মান ও মর্যাদার প্রতীক বলে মনে করে এবং এর উপর যেকোনো আক্রমণ একটি গুরুতর অপমান।

তিনি প্রশ্ন তোলেন যে যারা নিজেরাই এই ধরনের অসম্মানজনক কর্মকাণ্ডে নীরব থাকেন তাদের কাছ থেকে কীভাবে ন্যায়বিচার এবং শান্তি আশা করা যায়?

তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের ঘটনা সহ্য করা যায় না এবং শিখ সম্প্রদায়কে উস্কানি দেওয়ার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করা উচিত। এসজিপিসি সভাপতি দাবি করেছেন যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি সতর্ক করে বলেন যে, বিজেপি যদি এই বিষয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে এই ধরনের আচরণকে উৎসাহিত করার ক্ষেত্রে তাদের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen