রাস্তার পর এবার মোহনবাগানের নামে মেট্রো স্টেশনের নামকরণ?

কেন্দ্রের অনুমোদন মিললেই নাম বদল হতে পারে বলে খবর।

January 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শ্যামবাজার মেট্রোর নাম বদলে মোহনবাগানের নামে হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের এনওসি-র এ জন্যে এই অর্থে আবেদন করতে হয়। শোনা যাচ্ছে, তাও নাকি মিলেছে। বাকিটা নাকি রয়েছে কেন্দ্রের হাতে। কেন্দ্রের অনুমোদন মিললেই নাম বদল হতে পারে বলে খবর।

জানা যাচ্ছে, ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, তারা মোহনবাগান ক্লাবের নামে শ্যামবাজার মেট্রোর নাম করার জন্য প্রস্তাব নিয়ে কাজ করা শুরু করেছেন। এ ব্যাপারে নো অবজেকশন লাগে রাজ্য সরকারের। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে উদ্যোগী হয়ে নো অবজেকশন দিয়েছেন বলে জানা গেছে। তা পাঠানোও হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। তবে ব্যাপারটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে এগোয়। তাই কিছুটা সময় লাগছে। রেল ম্যানেজমেন্ট রাজি হলেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে মোহনবাগান।

বিগত বছর বার্ষিক সভায় শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম মোহনবাগানের নামে করার প্রস্তাব উঠেছিল। তা বাস্তবায়নের উদ্দেশ্যে কমিটি উদ্যোগী হয়ে কাজ করছে। প্রসঙ্গত, কলকাতায় মোহনবাগান লেন ও মোহনবাগান রো ছিলই, কিছুদিন আগে যুক্ত শিলিগুড়িতেও মোহনবাগানের নামে রাস্তা হয়েছে। দুর্গাপুরে উদ্বোধন হয়েছে মোহনবাগান এভিনিউ। শুধু ফুটবল নয়, মোহনবাগান কলকাতার গর্ব এবং ঐতিহ্যের প্রতীক। শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ তাদের নামে হলে এটি কলকাতার ময়দানের জন্য গৌরবের হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen