ঘুমপাড়ানি গুলিতে বাঘবন্দি! অবশেষে কাবু জিনাত

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনাতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল।

December 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
—– ছবি সৌজন্যে: ‘আই স্টক’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে কাবু বাঘিনী জিনাত। চতুর্থবারের ঘুমপাড়ানি গুলিতে কাবু হল বাঘিনী। রবিবার বিকেল ৩টে ৫৮ মিনিট নাগাদ বাঁকুড়ার গোঁসাইডিহিতে বাঘিনীকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। গুলিটি জিনাতের শরীরে লাগতেই কাবু হয়ে পড়ে সে। এতদিন আতঙ্কের অবসান হল অবশেষে।

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনাতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েক দিন পর্যবেক্ষণের পর রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। তারপরই ঝাড়খণ্ডের দিকে হাঁটা দেয় জিনাত। কয়েক দিন ঝাড়খণ্ডে ঘুরে চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে চিয়াবান্ধি এলাকা থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটুচুয়া জঙ্গলে ঢুকে পড়ে সে। তারপর ঝাড়গ্রাম থেকে পৌঁছে যায় পুরুলিয়ার জঙ্গলে। শনিবার সকালে সে পৌঁছয় গোঁসাইডিহি গ্রামে। বাঘের ডাক শুনতে পান গ্রামবাসীরা। পায়ের ছাপ দেখা যায়। তারপর ফাঁদ পাতা হয়। জোড়া মহিষ দিয়ে টোপ দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen