ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নজরে কিউবা, ফিরছে ‘বে অফ পিগস’-এর স্মৃতি!

January 12, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর এবার কিউবা! ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) লোলুপ দৃষ্টি পড়েছে লাতিন আমেরিকার (America) সমাজতান্ত্রিক দুর্গ কিউবার (Cuba) ওপর। ফিদেল কাস্ত্রো পরবর্তী যুগে কিউবাকে বাগে আনতে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যা নতুন করে ১৯৬১ সালের কুখ্যাত ‘বে অফ পিগস’ অভিযানের স্মৃতি উসকে দিচ্ছে।

রবিবার ট্রাম্প সাফ জানিয়ে দেন, ওয়াশিংটনের (Washington) সঙ্গে দ্রুত চুক্তি না করলে হাভানাকে ভয়ংকর পরিণতির মুখোমুখি হতে হবে। একইসঙ্গে তিনি ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করার ঘোষণাও করেন। ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার তেল ও অর্থের বিনিময়ে হাভানা মাদুরো সরকারকে নিরাপত্তা দিচ্ছিল।

অন্যদিকে, আমেরিকার এই হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ কিউবা। সেদেশের প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এবং বিদেশমন্ত্রী ব্রুনো রডরিগেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার জবরদস্তি বা হুমকির কাছে তারা মাথা নত করবেন না। কিউবা তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।

আন্তর্জাতিক মহলের মতে, ফিদেল কাস্ত্রো (Fidel Castro) যেভাবে অতীতে আমেরিকার ‘বে অফ পিগস’ আগ্রাসন রুখে দিয়েছিলেন, বর্তমান নেতৃত্ব সেই পথেই হাঁটবে কি না, তা সময়ই বলবে। তবে ভেনেজুয়েলার (Venezuela) ঘটনার পর কিউবাকে ঘিরে নতুন মার্কিন নীলনকশা যে বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen