AI চিহ্নিত করবে রোহিঙ্গা, বাংলাদেশি! বৃহন্নুম্বই পুর নির্বাচনের ইস্তাহারে উদ্ভট প্রতিশ্রুতি BJP জোটের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২২: দুয়ারে মুম্বই পুরসভা নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষ্যে ইস্তাহার প্রকাশ করেছে বিজেপির নেতৃত্বাধীন জোট। ইস্তাহারে এক উদ্ভট প্রতিশ্রুতি দিয়েছে বিজেপির মহাজুটি। বলা হয়েছে, রোহিঙ্গা, বাংলাদেশি খুঁজে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)! বাংলায় নির্বাচন আসছে। SIR আবহে অনুপ্রবেশকারী তত্ত্বের জিগির উঠেছে। এই আবহে মহাজুটির দাবি, বহিরাগতদের তাড়িয়ে স্বচ্ছ শহর গড়তে মুম্বইয়ের হাতিয়ার হয়ে উঠবে AI প্রযুক্তি। পুরসভার শাসনভার মহাজুটির হাতে তুলে দিলেই নাকি এমনটা সম্ভব।
বৃহন্নুম্বই পুর নির্বাচনের প্রস্তুতি চলছে জোরকদমে। আসন্ন ভোট উপলক্ষ্যে রবিবার মহাজুটির ইস্তাহার প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। প্রতিশ্রুতির মহাপ্লাবন এমনও এক প্রতিশ্রুতি আছে! কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দিয়ে দেবেন্দ্র জানান, বৃহন্নুম্বই পুর নির্বাচনে মহাজুটি ক্ষমতায় এলে নাগরিক সমস্যায় আরও বেশি করে জোর দেওয়া হবে। প্রযুক্তির মাধ্যমে যাবতীয় কাজ করা হবে। নাগরিকদের মোবাইলে পরিষেবা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন জাপানি প্রযুক্তিকে একত্রিত করবে, এমনও দাবি করা হয়েছে।
ইস্তাহারে আরও বলা হয়েছে, দুর্নীতিমুক্ত পুরসভা গঠন করা হবে। বহিরাগত ও বাংলাদেশিদের দেশছাড়া করব। আইআইটির সাহায্যে বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার জন্য একটি এআই টুল তৈরি করা হবে বলেও জানানো হয়েছে। দাবি করা হচ্ছে, এই AI-র সাহায্যে মুম্বইকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুক্ত করা হবে। এই প্রতিশ্রুতি ঘিরেই তুঙ্গে বিতর্ক।