গঙ্গাসাগর মেলার অস্থায়ী শিবিরের উদ্বোধনে মমতা, মালদহে অভিষেক, সুপ্রিম কোর্টে সোনম মামলা, শীতের দাপট, আজ নজরে কোন কোন খবর?

January 8, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: গঙ্গাসাগর মেলার অস্থায়ী শিবিরের উদ্বোধনে মমতা

জোরকদমে সাগর মেলার প্রস্তুতি চলছে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে মঙ্গলবার শহরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের স্বাগত জানাতে কলকাতায় গড়ে উঠছে শিবির। আজ সরকারি অস্থায়ী শিবিরগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আউট্রাম ঘাটের অস্থায়ী শিবিরের উদ্বোধন করবেন মমতা।

 

*মালদহে অভিষেকের কর্মসূচি*

ইটাহারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে জনসমুদ্রের সৃষ্টি হয়েছিল। আজ, বৃহস্পতিবার মালদহে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা যাচ্ছে, আজ প্রথমে তিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূলের সেনাপতি। প্রশ্নোত্তর পর্ব থাকবে। তারপর ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সোনম ওয়াংচুকের গ্রেপ্তারির বিরুদ্ধে মামলার শুনানি

আজ সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেপ্তারির বিরুদ্ধে মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। মামলাটি দায়েন করেছেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো। বিরুদ্ধমত পোষণ করায় সোনমকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। বিগত নভেম্বরে এই মামলায় কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। আজ আদালতের পর্যবেক্ষণে কী উঠে আসে, সেদিকে নজর থাকবে।

 

*হাড় কাঁপানোর শীতের স্পেল*

শীতে কাঁপছে গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণ, শীতের দাপট একই রকম। ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে কলকাতার পারদ। উত্তুরে হাওয়ার দাপট রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যদিও তার কোনও প্রভাব বাংলার উপর পড়ার সম্ভাবনা নেই।

 

*শহরে আসছেন নাড্ডা*

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। একাধিক কর্মসূচি ও বৈঠক সেরে আজ রাতেই ফিরে যাবেন তিনি।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়মক সংস্থার সিদ্ধান্ত, বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে। সরকারিভাবে এখনও কিছু জানায়নি আইসিসি। ইউনূস সরকার এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না।

পথকুকুর মামলার শুনানি

আজ আবারও পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে দেশের সর্বোচ্চ বিচারালয়ে। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে মামলাটি চলছে। বুধবার শীর্ষ আদালত পশুপ্রেমী পক্ষের বক্তব্য শুনেছে। আজ কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen