আরজি কর ইস্যুতে মমতার পাশে দাঁড়ালেন অখিলেশ
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল শহর থেকে জেলা, সেই আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সমালোচনার মুখে পড়েছে রাজ্যের তৃণমূল সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল শহর থেকে জেলা, সেই আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সমালোচনার মুখে পড়েছে রাজ্যের তৃণমূল সরকার। সেই মতো ব্যবস্থাও নিয়েছেন। সিবিআই তদন্তের দাবি ছিল, সেটাও হচ্ছে। এই পরিস্থিতিতে আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
শুক্রবার আর জি কর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিলেশ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। তিনি খুব ভালো করে বোঝেন একজন মহিলার যন্ত্রণা। তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সরকারই চেয়েছে সিবিআই বা অন্য কোনও এজেন্সি এই বিষয়টির তদন্ত করুক। কিন্তু একই সঙ্গে বলতে হবে, বিজেপির এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।”