মাকে হারালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়
সময়টা মোটের উপরে একেবারেই ভাল যাচ্ছে না আলাপনবাবুর। কিছুদিন আগে নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন।

ভাইয়ের পর এবার মাকে হারালেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। শনিবার আলাপনবাবুর মা প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে।
সময়টা মোটের উপরে একেবারেই ভাল যাচ্ছে না আলাপনবাবুর। কিছুদিন আগে নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। নিজে সুস্থ হয়ে কাজ যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই হারিয়েছেন নিজের ভাই তথা প্রখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে ( Anjan Bandyopadhyay )। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন।
ভাইকে হারানোর পরও তাঁর উপর দিয়ে বড়সড় ধকল গিয়েছে। কেন্দ্র ও রাজ্যের জাঁতাকলে পড়ে রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মাতৃহারা হতে হল আলাপনবাবুকে।