মা হলেন আলিয়া, নবজাতকের আগমন কাপুর পরিবারে
আজ, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ আলিয়াকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর
November 6, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

মা হলেন আলিয়া, মুম্বইয়ের এইচএন রিল্যায়ান্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। আজ, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ আলিয়াকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। আনন্দের হাওয়া বইছে কাপুর এবং ভাট পরিবারে, রণলিয়ার ভক্তকূলেও খুশির হাওয়া। চলতি বছর ১৪ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর-আলিয়া।
গত ২৭ জুন আলিয়া সমাজ মাধ্যমে জানান তিনি সন্তানসম্ভবা। তখন হাসপাতাল থেকেই ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। ৫ মাসের মধ্যেই জন্ম নিল রণবীর-আলিয়ার প্রথম সন্তান। আলিয়ার কোল আলো করে জন্মাল কন্যা সন্তান। সমাজ মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।