কংগ্রেস-আইএসএফের জন্য আসন ছাড়তে নারাজ শরিকরা! অস্বস্তিতে CPM

January 6, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: আর কয়েকমাস পরেই বঙ্গে বিধানসভা ভোট। সব রাজনৈতিক দলের নির্বাচনের প্রস্তুতিও তুঙ্গে। এর মাঝে আসন সমঝোতা নিয়ে বড়সড় জট তৈরি হয়েছে বামফ্রন্টের অন্দরে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) শরিকদের সঙ্গে বৈঠকে বসার আগেই স্পষ্ট হয়ে গেল মতপার্থক্য। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সিপিএম (CPM), কংগ্রেস (Congress) ও আইএসএফ-এর (ISF) সঙ্গে জোট করে লড়তে চাইলেও, বাইরের দলের জন্য নিজেদের পুরনো আসন ছাড়তে নারাজ ফরোয়ার্ড ব্লক (Forward block) ও আরএসপি-র (RSP) মতো শরিকরা।

ফরোয়ার্ড ব্লক স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বামফ্রন্টের (left front) বাইরে আর কারও সঙ্গে জোট চায় না। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের দাবি, বাম আমলে সরকারে থাকাকালীন তারা যে ৩৪টি আসনে লড়ত, এবারও সেই আসনগুলিতেই লড়তে চায় দল। গত বিধানসভা নির্বাচনে তারা ২১টি আসনে লড়লেও, এবার সেই সংখ্যা কমাতে তারা রাজি নয়।

অন্যদিকে, আইএসএফের সঙ্গে জোটে আগ্রহী ছিল না আরএসপি। তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) ইতিমধ্যেই আলিমুদ্দিনে গিয়ে বিমান বসুর সঙ্গে বৈঠক করেছেন। আরএসপি নেতা তপন হোড় জানিয়েছেন, সিপিএম যেহেতু কথা বলে ফেলেছে, তাই বৃহত্তর স্বার্থে তাঁরা গতবারের আসন সংখ্যা মেনে নিতে পারেন। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট না হলে তাঁরা ১৯টি আসনের দাবি জানাবেন। পাশাপাশি, সিপিআই-ও (CPI) একুশের ভোটের চেয়ে বেশি আসন দাবি করতে পারে বলে খবর।

রাজ্য রাজনীতিতে বর্তমানে বামেদের ঝুলি শূন্য এবং ভোট শতাংশও তলানিতে (৫-৬ শতাংশ)। এই পরিস্থিতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেতে কংগ্রেস ও আইএসএফ-কে নিয়ে ‘বড় জোট’ গড়তে মরিয়া সিপিএম। বর্তমান পরিস্থিতিতে অন্য দলকে জোটে সামিল করতে হলে শরিকদের কিছু আসন ছাড়তেই হবে। কিন্তু শরিক দলগুলি পুরনো ফর্মুলা আঁকড়ে বসে থাকায় বেশ বিপাকে আলিমুদ্দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen