দু’শো বছর ধরে জাঙ্গিপাড়ার রাজবলহাটে আয়োজিত হচ্ছে আলুর দমের মেলা

রাজবলহাট এক নম্বর পঞ্চায়েতের জাঁন্দার আলুর দমের মেলা এখন মিলনমেলা হিসাবে বেশি জনপ্রিয়।

January 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রায় দুশো বছরেরও অধিক সময় যাবৎ জাঙ্গিপাড়ার রাজবলহাটে আয়োজিত হচ্ছে আলুর দমের মেলা। তবে রাজবলহাট এক নম্বর পঞ্চায়েতের জাঁন্দার আলুর দমের মেলা এখন মিলনমেলা হিসাবে বেশি জনপ্রিয়। হিন্দু ও মুসলমান উভয়ই মেলা পরিচালনা করে। দূরদূরান্ত থেকে ভিড় করেন অসংখ্য মানুষ।

দামোদরের তীরে হরেক রকমের আলুর দম নিয়ে বসেছে দোকান। কোনও আলুর দমে ঝাল বেশি। কোনওটিতে ঝাল কম। চেখে ভালো লাগলে তবেই কিনছেন ক্রেতারা। এখানে কেজি দরে বিক্রি হয় আলুর দম। কোথাও ৪০, কোথাও আবার ৫০ টাকা। দাম আর স্বাদ নিয়ে দোকানদারদের মধ্যে প্রতিযোগিতা চলে। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এই মেলা বসে।

শোনা যায়, নবাব আলীবর্দি খানের সময় থেকে মেলা হচ্ছে। তখন এটি পীর ঠাকুরের মেলা বলে পরিচিত ছিল। নিয়ম করে পীরের গানের আসর বসতো। বংশপরম্পরায় গায়করা অংশ নিতেন। মেলার সামনে মন্দিরে গঙ্গাদেবীর পুজো হয়। মেলা পরিচালনার দায়িত্বে জাঁন্দা পল্লিমঙ্গল সমিতি। সব ধর্মের মানুষ একত্র হয়ে আয়োজন করেন। আলুর দমের মেলায় রকমারি দোকানের সংখ্যাও বেড়েছে দিনে দিনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen