‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ প্রথম দিনেই বিপুল সাড়া, ১.৭৫ লক্ষ মানুষের অংশগ্রহণের দাবি তৃণমূলের

প্রথম ধাপে ৮ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে দলীয় নেতারা বলেন, এই প্রকল্পে সরকারি আধিকারিকেরা শংসাপত্র দেবে,

August 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১.৫৫: রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রথম দিনেই অভাবনীয় জনসমাগমের দাবি করল তৃণমূল কংগ্রেস। শনিবার, ১ আগস্ট থেকে রাজ্যজুড়ে চালু হওয়া এই কর্মসূচিতে একদিনেই ১ লক্ষ ৭৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে শাসকদল। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৬৩২টি শিবির আয়োজিত হয়েছিল বলে সূত্রের খবর।

প্রথম দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে লিখেছেন, “বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে আজ থেকে চালু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প। দেশের মধ্যে এই উদ্যোগ প্রথম। এতে সাধারণ মানুষ নিজের বুথ এলাকার সমস্যাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করে তালিকা তৈরি করবেন এবং রাজ্য সরকার সেই অনুযায়ী প্রকল্প রূপায়ণ করবে।”

তিনি আরও জানান, রাজ্যজুড়ে প্রায় ৮০ হাজার বুথে এই প্রকল্প চালু হবে এবং প্রতি ৩টি বুথে একটি করে ক্যাম্প বসবে। ফলে মোট ২৭ হাজারেরও বেশি ক্যাম্প আয়োজিত হবে, যেখানে সরকারী আধিকারিকেরা উপস্থিত থেকে নাগরিকদের বক্তব্য শুনবেন এবং সমাধানসূত্র খুঁজবেন।

কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজস্ব বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ অসীম বসু। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা, শোনেন তাদের অভাব-অভিযোগ।

তৃণমূলের দাবি, প্রতিটি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা কোন খাতে ব্যয় হবে, তা নির্ধারণ করবেন স্থানীয় বাসিন্দারাই। প্রথম ধাপে ৮ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে দলীয় নেতারা বলেন, এই প্রকল্পে সরকারি আধিকারিকেরা শংসাপত্র দেবে, এবং সেইসঙ্গে ‘দুয়ারে সরকার’ পরিষেবাও মিলবে এক ছাতার তলায়।

সাধারণ মানুষের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ততা দেখে প্রকল্পের সফলতার বিষয়ে আশাবাদী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি নিশ্চিত, অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পও সাফল্যের শিখরে পৌঁছবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen