ক্যাপ্টেনকে ধরে রাখতে পারল না কংগ্রেস, দল ঘোষণা করতে চলেছেন অমরিন্দর

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রায় এক বছর ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তাঁর দল কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করবে বলেও ইঙ্গিত দিয়েছেন ক্যাপ্টেন

October 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জল্পনার অবসান। খুব শীঘ্রই নিজের দল ঘোষণা করতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। মঙ্গলবার তিনি বলেন, ‘পাঞ্জাবের ভবিষ্যতের জন্য লড়াই জারি থাকবে। পাঞ্জাব এবং রাজ্যবাসীর স্বার্থে খুব শীঘ্রই আমার নতুন দল ঘোষণা করব।’

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রায় এক বছর ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তাঁর দল কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করবে বলেও ইঙ্গিত দিয়েছেন ক্যাপ্টেন। আগামী বছর পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতার পথও খোলা রাখছেন তিনি।

তবে বিজেপির সঙ্গে আসন সমঝোতার ব্যাপারে সাবধানী ক্যাপ্টেন। কৃষকদের স্বার্থ রক্ষা করে যদি কৃষক বিক্ষোভ মেটে, তবেই বিজেপির সঙ্গে আসন সমঝোতা করবেন বলে সাফ জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen