অমর্ত্য সেন থেকে দেব, ভোটার তালিকায় ‘হেনস্তা’র অভিযোগ! কমিশনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

January 8, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে SIR-র নামে রাজ্যের বিশিষ্ট জনেদের ‘হয়রানি’ করা হচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, প্রখ্যাত কবি জয় গোস্বামী এবং সাংসদ-অভিনেতা দেবকে শুনানির নোটিস পাঠানোয় এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার আউট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলার ক্যাম্প উদ্বোধনে গিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে বিশিষ্ট ব্যক্তিদের অকারণে হেনস্তা করা হচ্ছে। বিশেষত, নবতিপর নোবেলজয়ী অমর্ত্য সেনকে পাঠানো নোটিসের কারণ নিয়ে প্রশ্ন তুলে তিনি কার্যত তুলোধোনা করেন নির্বাচন কমিশনকে (Election Commission)। জানা গিয়েছে, অমর্ত্য সেনের সঙ্গে তাঁর মা-বাবার বয়সের ফারাক ১৫ বছরের কম- এই ‘অস্বাভাবিকতা’র কারণ দেখিয়েই তাঁকে নোটিস পাঠিয়েছে কমিশন।

এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, “অমর্ত্য সেন, নোবেলজয়ী একজন মানুষ, তাঁকে নাকি শুনানির জন্য নোটিস দিয়েছে কমিশন! কারণ কী? তাঁর মা-বাবার সঙ্গে বয়সের তফাৎ নাকি ১৫ বছরের কম। আরে আমি বলছি, অমর্ত্য সেনের বয়স নব্বইয়ের উপর। তখনকার দিনে কত বছর বয়সে বিয়ে হতো? ১০ থেকে ১২ বছরে। তখন বাড়িতেই সন্তান হতো। হাসপাতালে যাওয়ার চল ছিল না। মা-সন্তানের বয়সের এই ফারাক তো স্বাভাবিক।”

কমিশনকর্তাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, আপনার জন্ম হয়ত হাসপাতালে হয়েছিল। কিন্তু আমাদের এখানে সেসময় বাড়িতেই প্রসব হতো। অমর্ত্য সেনের মা-বাবার সঙ্গে বয়সের ফারাক ১৫ বছরের কম দেখে সন্দেহপ্রকাশ করায় আপনারা নোটিস পাঠিয়েছেন!”

শুধু অমর্ত্য সেন নন, কবি জয় গোস্বামী এবং টলিউড সুপারস্টার দেবকেও একই ধরণের শুনানির নোটিস পাঠানো হয়েছে বলে জানান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভাবুন তো, অত বড় কবি, জয় গোস্বামী, তাঁকেও নোটিস দিয়েছে! সুপারস্টার দেব, তাঁকেও শুনানির নোটিস। এসব সমাজের বিশিষ্টজনদের অযথা হেনস্তা করা।”

অন্যদিকে, বিশিষ্টদের নোটিস পাঠানো প্রসঙ্গে কমিশন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি যাচাই করতে ইতিমধ্যেই বিএলও (BLO) বোলপুরে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তে গিয়েছিলেন। সেখানে অর্থনীতিবিদের তুতো ভাই শান্তভানু সেন প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। অন্যদিকে, কবি জয় গোস্বামীর ক্ষেত্রে তথ্যের অপ্রতুলতার কারণে নোটিস পাঠানো হয়েছিল বলে দাবি কমিশনের। তবে কবির স্ত্রী কাবেরী দেবী সাফ জানিয়েছেন, অসুস্থ কবিকে সশরীরে শুনানিতে হাজির করানো সম্ভব নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen